খুলনা জেলা পরিষদের মশক (এডিস) নিধন কার্যক্রম উদ্বোধন

0
376

খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা পরিষদের আঙ্গিনায় মশা নিধক ঔষধ ছিটিয়ে মেশিনের ব্যবহার করে সোমবার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি, জেলা আওয়ামীলীগ, খুলনা শাখা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময় তিনি বলেন খুলনা জেলার জেলা পরিষদের স্থাপনা এবং জনসাধারনের স্থাপনাসমূহে এডিস মশার বংশ বিস্তার রোধে সাধ্যমত এডিস মশা নিধক ঔষধ ছিটানোর ব্যবস্থা নিবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আবু জাফর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, করোনেশন কারিগরী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম, হিসাব রক্ষক সোমা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার মহিলালীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।