খুলনা চেম্বারের ২১ পদে ২১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0
504

নিজস্ব প্রতিবেদক:
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বাণিজ্যিক দলের ৩টি পদে, সাধারণ সদস্য শ্রেণীতে ১৫টি পদে ও সহযোগী সদস্য শ্রেণীতে ৬টি পদ মিলিয়ে মোট ২১টি পদে ২১জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বিকাল ৪টা পর্যন্ত কোন মনোনয়নপত্র প্রত্যাহার না হওয়ায় ওই মনোনয়ন দাখিলকৃত ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচিত ঘোষণা করা হয়।
সাধারণ সদস্য শ্রেণীর পরিচালকরা হলেন, শেখ আসাদুর রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, মোঃ সিরাজুল হক, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, জোবায়ের আহমেদ খান (জবা), কাজী মাসুদুল ইসলাম, এস এম ওবায়দুল্লাহ, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান ও উজ্জ্বল কুমার গাঙ্গুলী।
সহযোগী সদস্য শ্রেণীর পরিচালকরা হচ্ছেন, মোঃ মোস্তফা জেসান ভূট্টো, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, খান সাইফুল ইসলাম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ-উজ-জামান।
বাণিজ্যিক দলের তিনটি পদে নির্বাচিতরা হচ্ছেন, খুলনা ডিষ্ট্রিক ইম্পোটার্স গ্রুপ হতে কাজি আমিনুল হক, খুলনা সিমেন্ট আমদানীকারক মালিক গ্রুপ হতে গোপী কিষণ মুন্ধড়া ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহণ মালিক গ্রুপ হতে ঠাকুর মোঃ শাহ্ আলম।