খুলনা আঞ্চলিক প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড শুক্রবার

0
414

খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি এর আয়োজক।

২৪ নভেম্বর শুক্রবার দিনব্যাপী খুলনা সরকারি মহিলা কলেজে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের ৪র্থ আসরে খুলনা বিভাগের বিভিন্ন জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কয়েক’শ উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা খুলনা বিভাগীয় প্রাণিবিজ্ঞানের উপর আয়োজিত এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রাণিবিজ্ঞানের প্রাক্তন শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।

সকাল ৯টায় জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা ও প্রাণিবিজ্ঞান সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে, এরপর অনুষ্ঠিত হবে বর্ণিল শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের সাবেক মহাপরিচালক বিশিষ্ট প্রাণিবিজ্ঞান শিক্ষাবিদ অধ্যাপক কে. এম. আওরঙ্গজেব এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির খুলনা আঞ্চলিক সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক খুলনা সরকারি মহিলা কলেজে প্রফেসর ড. বিবেকানন্দ বিশ্বাস।

দিনব্যাপী প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ তে থাকবে পরীক্ষা, প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণী পর্ব। সংবাদ বিজ্ঞপ্তি