খুলনায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়

0
563
নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমসঃ
দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি, পাটকল শ্রমিকদের ঘোষিত মজুরী কমিশন বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর খুলনার ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে মহানগর ও জেলা কমিটির আয়োজনে বিশাল জনসভা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা রবিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে মিডিয়া সেলের সমন্বয়কারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, খুলনা মহানগর সভাপতি ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক, নগর সেক্রেটারী মুফতী আমানুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, আব্দুর রশীদ, জিএম কিবরিয়া, মাওঃ দ্বীন ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী তৈয়েবুর রহমান, যুব আন্দোলনের মোঃ মাহমুদুল হক তানভীর, এইচ এম জুনায়েদ মাহমুদ, ছাত্র নেতা শেখ আমিরুল ইসলাম, মুহাঃ সাইফুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
আগামী ৯ নভেম্বরের জনসভায় প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওঃ ইউনুচ আহমেদ।
মতবিনিময় সভায় নগর সভাপতি মাওঃ মুজ্জাম্মিল হক জনসভার প্রস্তুতি হিসেবে জানান, জনসভা সফলে ৫০,০০০ লোক জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে,  সোম থেকে বৃহস্পতি মাইকে প্রচারনা য় ২০ টি ইজিবাইকে ৪০ টি মাইক ব্যবহার করা হবে, জনসভা সফলে একসাথে ১০০ জন অতিথি বসার জন্য স্টেজ তৈরী এবং স্টেজের পাশে বিশেষ মেহমানদের  বসার জন্য চেয়ারের ব্যবস্হা থাকবে, জনসভা সফলে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে, টিভি সাংবাদিকদের জন্য ছোট স্টেজ ও চেয়ার টেবিল থাকবে এবং জনসভা সফলে কিছু কর্মসুচি ঘোষণা করা হয় তারমধ্যে – রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নগরীর বিভিন্ন বাজারসমুহসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিতরন, সোমবার এবং মঙ্গলবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াতি সফর, বুধবার বিকাল ৩ টা থেকে দলীয় কার্যালয়ের সামনে হতে মটর সাইকেল শোভাযাত্রা বের করা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমির মোঃ সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের এইচ এম আলাউদ্দিন, দৈনিক প্রবাহ ও বাংলা ট্রিবিউনের মোঃ হেদায়েতে হোসেন, দৈনিক সময়ের খবরের মোহাম্মদ মিলন, দৈনিক খুলনাঞ্চলের মোঃ হারুন অর রশিদ, দৈনিক তথ্যের নুর হাসান জনি, তানজির আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশের মোঃ নুরুজ্জামান, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের এম জয়নাল ফারাজী, পূর্বাঞ্চলের আনোয়ারুল ইসলাম কাজল, দৈনিক প্রবর্তনের নাজমুল হক পাপ্পু, জন্মভূমির দেবব্রত রায়, প্রবাহের মোঃ মামুন, খুলনাঞ্চলের মোঃ সোহেল, দৈনিক পাঠকের পত্রিকার মোঃ হেলাল, অনির্বাণের মোঃ শাহ আলম, তথ্যের মোঃ সাগর, কালান্তরের মোঃ ওবায়দুল হক, জাহিদ, সেলিম প্রমুখ।
শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের সকল পর্যায়ে সহযোগিতা কামনা করে মতবিনিময় সভা শেষ করেন।