খুলনায় মাদকদ্রব্য’র অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ২ : ৫ হাজার টাকা জরিমানা 

0
437

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই জনকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ কামাল তালুকদার (৪২) ও মোঃ রিয়াদ শেখ (২৪)। এদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়। এর মধ্যে মাদক সেবনের দায়ে কামালকে ভ্রম্যমানা আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৬ অক্টোবর) রূপসা উপজেলায় দিনব্যাপী ‘ক’ ও ‘খ’ সার্কেলে পৃথক দুইটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান ভ্রম্যমান আদালত পরিচালনা করেন।
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা দেয়াড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত আনোয়ার তালুকদারের পুত্র মোঃ কামাল তালুকদারকে গাজা সেবন করায় অবস্থায় আটক করেন। পরবর্তীতে রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান ভ্রম্যমান আদালত পরিচালনা করে মাদকসেবনকারীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অপর অভিযানে একই উপজেলায় ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম বামনডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার বাসিন্দা আলী আকুব্বর শেখের পুত্র মোঃ রিয়াদ শেখকে ২০ গ্রাম গাজা সহ আটক করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকের আইনের মামলা দায়ের করা হয়।