খুলনায় ভোটের নিরাপত্তায় এবার র‌্যাবের ৩২ দল

0
419

বিশেষ প্রতিনিধি :
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে নিরাপত্তায় বিজিবির পর এবার দায়িত্ব পালনে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র‌্যাব। ভোটের আগের দিন গতকাল সোমবার বিকালে ৩২টি দল নিয়ে খুলনা নগরীতে টহলে নামে পুলিশের ‘এলিট ফোর্সের’ সদস্যরা। খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে এই টহল শুরু হয়। বিকালের পর থেকে শহরের প্রধান সড়কগুলোতে টহল দিতে দেখা যায়।
এ বিষয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনে র‌্যাবের ৩২টি টিম দায়িত্ব পালন করছে। যার প্রতিটি টিমে আটজন সদস্য রয়েছে। এছাড়া চারটি স্ট্রাইকিং ফোর্স থাকছে। এ টিমে ১০জন করে থাকবেন।