খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহসহ বিভিন্ন উন্নয়নের দাবিতে মানববন্ধন

0
482

নিজস্ব প্রতিবেদক:
খুলনার স্থানীয় প্রতিনিধিদের মধ্যে থেকে কেডিএ’তে চেয়ারম্যান নিয়োগ, খুলনায় দ্রুত বিমানবন্দর নির্মাণ, পাইপ লাইনে দ্রুত গ্যাস সরবরাহসহ খুলনা উন্নয়নের বিভিন্ন দাবিতে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যিনি নিয়োগপ্রাপ্ত হন তার মেয়াদকাল সল্প হওয়ায় এবং খুলনার গণমানুষের অভাব-অভিযোগ, চাহিদা সম্পর্কে তার সমক্ষ্য ধারণা না থাকায় বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। তাই এই মানবন্ধনের মাধ্যমে খুলনার স্থানীয় প্রতিনিধিদের মধ্য থেকে কেডিএ চেয়ারম্যান নিয়োগের দাবি জানানো হয়।
একই সাথে অবিলম্বে খানজাহান আলী বিমানবন্দর নিজস্ব অর্থায়নে দ্রুত বাস্তবায়ন করা, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও জ¦ালানী বান্ধব শিল্প স্থাপনে দ্রুত পাইপ লাইনে গ্যাস সরবরহ করা, খুলনাবসির দীর্ঘ দিনের প্রত্যাশা আধুনিক রেল স্টেশনের ত্রুটিপূর্ণ প্লাটফর্ম নির্মাণ করা, সরাসরি খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু করা, খুলনা-যশোর রোডে ফুলতলা পর্যন্ত ৬ (ছয়) লেনে উন্নিত করা, শের-এ-বাংলা রোড ৪ (চার) লেনে উন্নিত করণ প্রকল্প একেনেকে অনুমোদন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ (এক হাজার) বেডে উন্নীতকরণসহ দ্রুত মেডিকেল বিশ^বিদ্যালয় ঘোষণা করা, আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে চালু করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন এবং পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মিজানুর রহমান বাবু, মো: মিজানুর রহমান জিয়া। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি মো: নিজামউর রহমান লালু, শাহিন জামাল পন, মিনা আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা: শেখ বাহারুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক মো: আলমগীর, শিক্ষক নেতা মো: মনিরুল ইসলাম (মাষ্টার), মিতা বাগচী, কেসিসি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সুজনের সাধারণ সম্পাদক এ্যাড. কুদরত-ই-খুদা, যুগ্ম-মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, আলহাজ¦ মো: মিজানুর রহমান টিংকু, আফজাল হোসেন রাজু, মো: রকিব উদ্দিন ফারাজী, রসু আকতার, মো: আরজুল ইসলাম আরজু, মো: খলিলুর রহমান, শেখ আব্দুল্লাহ, ওয়াহিদুজ্জামান খান খোকন, মো: ইসমাইল হোসেন, মো: নুরুজ্জামান খান বাচ্চু, আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, ডা. নাসির উদ্দিন, মো: তোবারেক হোসেন তপু, সিলভী হারুন, জেসমিন সুলতানা, এস এম ইকবাল হোসেন বিপ্লব, বিশ^াস জাফর আহমেদ, মো: ইদ্রিস আলী খান, মো: আজম খান, শেখ হাসান ইফতেখার চালু, মো: হাফজুর রহমান চৌধূরী, মোতালেব মিয়া, মাসুমুর রশীদ, মো: দেলোয়ার হোসেন, শেখ মফিদুল ইসলামসহ খুলনার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ স্বত:স্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে।