খুলনায় ন্যাশনাল হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

0
780

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীর খানজাহান আলী রোডে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে অপারেশনের পর চিকিৎসক ও ব্যবস্থাপনা অবহেলায় সালেহা বেগম (৬৫) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের আত্মীয় স্বজনরা হাসপাতালের অভ্যন্তরে ভাঙচুর করে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, নিরালা আবাসিকের ৭ নম্বর রোডের বাসিন্দা মৃত মোঃ মঈনুদ্দিন শিকদার এর স্ত্রী সালেহা বেগম (৬৫) কে নিয়ে পিত্তথলি অপারেশন করার জন্য খানজাহান আলী রোডের ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসে। ডাঃ দিদারুল ইসলাম এর এনেস্থেসিয়ায় অপারেশন করেন ডাঃ এসএম মোর্শেদ। অপারেশনের সাথে সাথে রোগীর অবস্থা খারাপ হয়। রোগী নামানোর জন্য লিফট না থাকায় ট্রলিতে করে মুমূর্ষু রোগীকে নামানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায় আপনাদের রোগীর অবস্থা ভালো না আইসিইউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে রোগীকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই বিষয়ে ন্যাশনাল হাসপাতালের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।