খুলনায় দুদকের মামলায় এলজিইডি’র প্রকৌশলী জিএম সলিমুল্লাহ কারাগারে

0
424

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ঘুষ গ্রহনের অভিযোগে দুদকের মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপ-সহকারি প্রকৌশলী জিএম সলিমুল্লাহকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বুধবার দুপুরে খুলনায় বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন-না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দুদকের পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বর্তমানে জিএম সলিমুল্লাহ ফুলতলা এলজিইডিতে কর্মরত রয়েছেন। ২০১৪ সালে কয়রা এলজিইডিতে কর্মরত থাকা অবস্থায় ঘুষ গ্রহণকালে দুদকের অভিযানে হাতেনাতে গ্রেফতার হয় জিএম সলিমুল্লাহ। এ ঘটনায় কয়রা থানায় মামলা হয়। মামলা নং-৭ (তাং ১৬/০৮/১৪ইং)।
পরে নি¤œ আদালতে প্রভাব বিস্তার করে মামলাটি খারিজ করানোর অভিযোগ ওঠে। এতে দুদক বিচারিক আদালতে রিভিশন মামলা দায়ের করে। ওই মামলায় অভিযোগপত্র (চার্জসিট) দিতে বিলম্ব করায় দুদক খুলনার সহকারি পরিচালক শামিম ইকবালকে বরখাস্ত করা হয়। আইনজীবীরা জানান, রিভিশন মামলায় আদালতে আত্মসমর্পন করে এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী জিএম সলিমুল্লাহ জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।