খুলনায় দুটি মাহেন্দ্র সংঘর্ষে আহত ১০

0
398

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ খুলনা যশোর মহাসড়কের আর আর এফ পুলিশ লাইনের সামনে শনিবার সকাল ৮টায় দ্রুতগামী বেপরোয়া মাহেন্দ্র পাল্লাপাল্লি করে অভারটেক করার সময় দুই মাহেন্দ্র এবং সাইকেলের সংঘর্ষে সড়ক থেকে পার্শবর্তি খাদে পড়ে পথচারী পুলিশ সদস্যের পরিবারসহ দশ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রহস্থ মাহেন্দ্র দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, আর আর এফ পুলিশ লাইনের পুলিশ সদস্য মোঃ জিয়াউর রহমান তার শাশুড়ীকে বাসে উঠিয়ে দিতে সকাল ৮টার দিকে পুলিশ লাইনের সামনে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এ সময় ফুলবাড়ীগেট থেকে ছেড়ে আসা শিরোমণিগামী (খুলনা মেট্রো থ-১১-০৮১৬ এবং খুলনা মেট্রো থ-১১-০৯৫৮) দ্রুতগামী বেপরোয়া মাহেন্দ্র দুটি অভারটেক করার সময় একটি সাইকেল আরোহীর সাথে ত্রি-মুখি সংঘর্ষে সড়কের পাশে দাড়িয়ে থাকা পথচারীদের উপর দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাত সাইকেল আরোহী, আর আর এফ পুলিশ সদস্য জিয়াউর রহমানের স্ত্রী শিরিনা বেগম(৩৩), তার শিশু কন্যা জয়া(১০), শাশুড়ী সুফিয়া বেগম(৫২), আর আরএ ফ পুলিশের অপর সদস্যের স্ত্রী হনুফা বেগম(৫৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া দুই মাহেদ্রের ড্রাইভার এবং যাত্রীদের কোন খবর পাওয়া যায়নি। খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে রেকার দিয়ে মাহেদ্র দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।