খুলনায় জামিন জালিয়াতি মামলায় আইনজীবী কারাগারে

0
326

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের (হাইকোর্ট) ভুয়া জামিন দাখিল করে আসামিকে মুক্ত করার অভিযোগের মামলায় খুলনার জজ কোর্টের আইনজীবী মোঃ আরাফাত হোসেন (৩২) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
আদালত সুত্রে জানা গেছে, হাইকোর্টের ভুয়া জামিন আদেশ দাখিলের মাধ্যমে ২০১৮ সালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী রবিউল ইসলামকে জামিনে মুক্ত করেন আইনজীবী আরাফাত। পরবর্তীতে বাদী পক্ষ উচ্চ আদালতের সঠিক কাগজপত্র সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করলে জালিয়াতির বিষয়ে প্রমান মেলে।
এ ঘটনায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে দণ্ডবিধির ৪২০, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ধারায় খুলনা থানায় ২০১৮ সালের ২১ মার্চ মামলা করেন (নং-৩০)। সিআইডির পুলিশ পরিদর্শক মেহেদী হাসান মামলায় তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন (নং-৫৬৮)। চার্জশীটে এড. মোঃ আরাফাত হোসেন (৩২) ও মোঃ আমজাদ হোসেন গাজী ওরফে আমজাদ মহুরী (৪০) কে অভিযুক্ত করা হয়।