খুলনায় জমি’র খতিয়ান দেয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়, মুহুরিকে দন্ড

0
512

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে বুধবার অভিযান চালিয়ে জমি’র পর্চা (খতিয়ান) পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে মুহুরি মোঃ লিয়াকত আলীকে আর্থিক দ- প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত অন্যদের কঠোরভাবে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, পর্চা (খতিয়ান) পেতে ইচ্ছুক সেবা প্রত্যাশীদের নিকট আহবান আপনারা অফিসের দ্বিতীয় তলায় ই-সেবা কেন্দ্রে এসে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে পূরণ করে তা সেখানেই জমা দিবেন এবং নির্ধারিত তারিখে বিকালে ঠিক একই জায়গায় এসে তা সংগ্রহ করবেন। কোনো প্রতারক, অসাধু ব্যক্তি, মুহুরি, আইনজীবী কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তাদের দ্বারা দাখিলকৃত আবেদন গ্রহণ করাও হবে না।