খুলনায় করদানে উৎসাহ বাড়ছে : দ্বিতীয় দিনে আদায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা

0
656

এম.জে ফরাজী:
খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে বুধবার থেকে। একই সাথে খুলনা বিভাগের অন্য পাঁচটি জেলায়ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেলা চলছে। মেলায় প্রতিদিনই আগ্রহ বাড়ছে করদাতাদের। যে যার সুবিধা মতো কর প্রদান করছেন। আবারও অনেকে নতুন ই-টিআইএন গ্রহণ করছেন। কেউবা রি-রেজিস্ট্রেশন করছেন। আয়কর মেলার দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বিভাগের ৬ জেলায় আদায় হয়েছে প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা।
কর অঞ্চল- খুলনা জানায়, গতকাল বৃহস্পতিবার খুলনায় ১০৯৭ জন করদাতা আয়কর জমা দিয়েছেন ৬৪ লাখ ৯০ হাজার ২৫ টাকা। এর মধ্যে ৬১ জন করদাতা নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন। যশোরে ৫৫১ জন করদাতা আয়কর জমা দিয়েছেন ২৫ লাখ ২৯ হাজার ৪৪৩ টাকা। এর মধ্যে ৫ জন করদাতা নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন। বাগেরহাটে ৩০২ জন করদাতা আয়কর জমা দিয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৯৬৬ টাকা। এর মধ্যে নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ২ জন এবং রি-রেজিষ্ট্রেশন গ্রহণ করেছেন ১ জন। চুয়াডাঙ্গায় ২৪২ জন করদাতা আয়কর জমা দিয়েছেন ৭ লাখ ৩২ হাজার টাকা। এর মধ্যে নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১১ জন। ঝিনাইদহে ২০৩ জন করদাতা আয়কর জমা দিয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৫৫৮ টাকা। কুষ্টিয়ায় ৬৯১ জন করদাতা আয়কর জমা দিয়েছেন ৩৫ লাখ ৩৩ হাজার ৮৯৪ টাকা। এর মধ্যে নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১১ জন। সর্বমোট মেলার দ্বিতীয় দিনে এই ছয় জেলা থেকে কর বিভাগ আদায় করেছেন ১৪ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৬৬ টাকা। আর নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৯০ জন করদাতা।
খুলনায় সাত দিনব্যাপী মেলা শেষ হবে ৭ নভেম্বর। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহযোগিতা, আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক বুথে আয়কর প্রদানসহ বিভিন্ন করসেবা পাওয়া যাবে। মেলায় মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা রয়েছে।