খুলনায় আয়কর মেলা শেষ হচ্ছে বুধবার

0
474

নিজস্ব প্রতিবেদক : খুলনা কর অঞ্চল আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হচ্ছে বুধবার । আয়কর মেলার ষষ্ঠদিন মঙ্গলবার খুলনা অঞ্চলে ৩২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৭৪৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১৬ হাজার ১৯৩ জন। রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ৩২৭ জন। নতুন টিআইএন নিয়েছেন ২৭৩ জন। খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা জেলায় ৩০ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৯২৯ টাকা আয়কর আদায় হয়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৫ হাজার ৪০৪ জন। রিটার্ন দাখিল করেছেন ৪ হাজার ২০২ জন। নতুন টিআইএন নিয়েছেন ৯১ জন।
বাগেরহাট জেলায় ২২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ২ হাজার ১৯৮ জন। রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৪৪৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩৭ জন।
মেহেরপুর জেলায় ২৭ লাখ ৮৪ হাজার ৫১১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৫১৬ জন। রিটার্ন দাখিল করেছেন ২৩৪ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৮ জন।
কুষ্টিয়া জেলায় ৩৮ লাখ ৪৪ হাজার ৫২০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৯০০ জন। রিটার্ন দাখিল করেছেন ৭৮৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩১ জন।
নড়াইল জেলায় ১১ লাখ ৭ হাজার ৪৭৮ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৭৬১ জন। রিটার্ন দাখিল করেছেন ৬০৪ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩১ জন।
মাগুরা জেলায় ১৩ লাখ ৬৮ হাজার ৯২০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ১৫০ জন। রিটার্ন দাখিল করেছেন ৭১০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩৫ জন।
যশোর জেলার নওয়াপাড়ায় ১৩ লাখ ২৭ হাজার ৮৮১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৫৫৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৬১৪ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১১২ জন।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জে ১৫ লাখ ৯৮ হাজার ২৬ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৬২২ জন। রিটার্ন দাখিল করেছেন ৪৬১ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩ জন।
বাগেরহাট জেলার মোংলায় ৬ লাখ ৩২ হাজার ২৫০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৩০০জন। রিটার্ন দাখিল করেছেন ৪৪৭ জন। নতুন টিআইএন কেউ গ্রহণ করেননি।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ১২ লাখ ৫৩ হাজার ৮২৯ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৭৮৫ জন। রিটার্ন দাখিল করেছেন ৮২৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ২৬ জন।