খুলনায় আয়কর মেলার তৃতীয় দিনেও দাতাদের উপচে পড়া ভীড়

0
879

এস. মোর্শেদঃ

খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলায় কর অঞ্চল খুলনায় আজ ১৫ই নভেম্বার তৃতীয় দিনে আয়কর দাতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বৃহঃবার নগরীর বয়রাস্থ কর ভবন মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ব্যাংক,  জনতা ও বেসিক ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে স্বতস্ফূর্তভাবে আয়কর দিচ্ছেন আগ্রহীরা।

নাগরিকরা মেলায় গিয়ে আয়কর প্রদানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হচ্ছেন।কেউ রিটার্ন দাখিল করেন।কেউ আবার আয়কর দিয়ে গ্রহণ করেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন)।

আজ খুলনা কর অঞ্চলে সেবা গ্রহনকারীর সংখ্যা ছিলো ১৩ হাজার ২৩১ জন যা গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১হাজার ১শত ৬১ জন।আজকের দাখিলকৃত রিটার্নের সংখ্যা ছিলো ৬ হাজার ৫শত ৭৩ এবং জমাকৃত আদায়ের পরিমান ৩ কোটি ৮৬ লক্ষ ৩৮ হাজার ৩শত ৮৩ টাকা যা গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৭১লক্ষ ২৫হাজার ৮শত ৪৯ টাকা। তিন দিনে সর্বোমোট রিটার্ন ছিলো ৬ কোটি ৫৮ লক্ষ ৪১ হাজার ৬শত ৯৪টাকা। এছাড়া আজকের নতুন ই-টিআইএন সংখ্যা ২৬৪, রি-রেজিষ্ট্রেশনের সংখ্যা ২ জন।

মেলায় ৪৭টি স্টলের মাধ্যমে কর সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।মেলায় সব শ্রেণির করদাতারা ইটিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন করদাতারা ইটিআইএন রেজিস্ট্রেশন এবং বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারছেন।পাশাপাশি এ মেলায় করদাতারা তাদের আয়কর রিটার্ন দাখিল এবং মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী, বেসিক ও জনতা ব্যাংকের বুথের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের আয়কর জমা দিতে পারছেন।মেলায় নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক বুথ রয়েছে।করদাতাদের রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় ‘হেল্প ডেস্ক’এর ব্যবস্থা আছে। এবছর আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর।

এর আগে মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় খুলনার বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে আয়কর মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিভাগীয় পর্যায়ে এ মেলা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।