খুলনায় শেষ হলো তিন দিনব্যাপী লোকজ নৃত্য উৎসব

0
682

খুলনায় শেষ হলো তিন দিনব্যাপী লোকজ নৃত্য ও বাদ্য উৎসব। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রেীয় কমিটির সভাপতি মিনু হক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রেীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ওয়াহিদ পাপড়ী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের খুলনা শাখার আহবায়ক হুমায়ুন কবির ববি, বাংলার মুখের খুলনা শাখার সভাপতি এ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী। শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার খুলনা শাখার সভাপতি মোস্তাক সেলিম পপলু । পরিচালনা করেন আব্বাস উদ্দিন একাডেমীর সাধারণ সম্পাদক নৃত্যবিহারের প্রধান নির্বাহী এনামুল হক বাচ্চু।
বৃহস্পতিবার তিনদিনব্যাপী এ লোকজ নৃত্য ও বাদ্য উৎসব শুরু হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও নাট্যদলের সহযোগিতায় উৎসবের আয়োজন করছে খুলনার আব্বাস উদ্দিন একাডেমীর নৃত্যবিভাগ নৃত্যবিহার। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
শেষদিন ছোটদের নৃত্যানৃষ্ঠানে ভারত, ঢাকা ও খুলনার স্থানীয় শিল্পী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।