খুলনার বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের জনপ্রশাসন পদক লাভ

0
1105

তথ্যবিবরণী:
দুইটি উদ্ভাবনী উদ্যোগের জন্য আজ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর নিকট থেকে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ‘জনপ্রশাসন পদক’ ২০১৯ গ্রহণ করেন।
উদ্ভাবনী উদ্যোগ-১ এ যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প এবং আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় টিনের ঘরের পরিবর্তে ইটের দেওয়াল দ্বারা নির্মিত টেকসই ঘর প্রদান। পদক প্রাপ্তরা হলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং রূপসা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান।
উদ্ভাবনী উদ্যোগ-২ এ প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার এবং রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের নিমিত্ত শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যাপাসিটি বিল্ডিং। পদক প্রাপ্তরা হলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।