খুলনাতে উন্নয়ন মেলার সমাপনী

0
553

তথ্যবিবরণী : উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতে খুলনা জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান আজ (শনিবার) বিকেলে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়।

উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের একশ ৫৬টি স্টল ছিল। মেলার আনন্দঘন পরিবেশে সরকারি বেসরকারি দপ্তরসমূহ তাদের উন্নয়ন ভাবনা সবার কাছে তুলে ধরার সুযোগ পায়। দপ্তরগুলো স্টলে তাদের জনবান্ধব সেবা নিয়ে হাজির হয়। এতে এমডিজি বাস্তবায়নের সরকারের সাফল্য, এসডিজি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ ও প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষ জানার সুযোগ পেয়েছে। তাৎক্ষণিক সেবা প্রদান ও বিভিন্ন অভিযোগের ত্বরিত সমাধানের মাধ্যমে সরকারি দপ্তরের প্রতি অংশীজনের আস্থা দৃঢ়তর হয়েছে।

 

 

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-০২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নতুন অগ্রযাত্রায় ধাবমান। সেবা প্রদানের জন্য দপ্তরগুলোই এখন গ্রাহকের কাছে যায়। বিদ্যুৎ সংযোগ পেতে দালালের কোন দৌরাত্ব নেই। মেলায় বিদ্যুৎ অফিসের স্টলে সংযোগ ফি জমা দিলেই ঘরে বসছে বিদ্যুতের নতুন মিটার। তিনি বলেন, মেলার স্টল থেকে সরকারি-বেসরকারি দপ্তরগুলো দ্রুততম সময়ের মধ্যে সেবা দেয়াতে সেবা প্রত্যাশী মানুষের মধ্যে সেবা দানকারী প্রতিষ্ঠান সম্পর্কে সন্দেহ ক্রমেই দূরীভূত হচ্ছে। তিনি আরও বলেন, খুলনার মানুষ অল্পতেই তুষ্ট। প্রধানমন্ত্রীর অবদান পদ্মাসেতুর নির্মাণ কাজ এখন সমাপ্তির পথে। এতে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ সহজতর হবে, বদলে যাবে খুলনা।

বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান ও প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।