খানজাহান আলী থানা গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেনের জন্ম বার্ষিকি পালিত

0
489

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক যুগ্ম শ্রম পরিচালক খান আকতার হোসেনের ৬২ তম জন্ম বার্ষিকি গাঙচিল খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ফুলবাড়িগেট কুয়েট রোডে বঙ্গপ্রদীপে গত রবিবার সন্ধায় গাঙচিল খানজাহান আলী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়। গাঙ্গচিল সহ খুলানার বিভিন্ন কবি, লেখক সংগঠনের সংগঠক কবি সাহিত্যিকদের অংশগ্রনে জন্ম বার্ষিকিতে গান, কবিতা আবৃতি ও কেক কাটার মধ্যদিয়ে জন্ম বার্ষিকি পলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-ভূমি সংস্কার কমিশনার খুলনা ও বরিশাল বিভাগ ও গাঙচিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রইজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রী কমিটির অর্থ পরিচালক ও সাবেক ব্যাংকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ আশরাফ আলী, খান আক্তার হোসেনের সহধর্মিনী উম্মে আসমা, অধ্যাপক আজিজুল ইসলাম টিপু, বাংলাদেশ বেতারের উপস্থাপক আসাদুজ্জামান মিথুন, গাঙচিলের মহানগর সাধারণ সম্পাদক কবি মফিদুল ইসলাম, কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, ডাঃ বাঁকাইল মোল্যা, গাঙচিলের তেরখাদা সভাপতি কবি লিয়াকত আলী, কবি শ্যামলী মন্ডল, কবি রুপা বাড়ই, খান আকছির আহম্মেদ, মাসুমা সুলতানা,গাঙচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি আঃ রহমানের সভাপতিত্বেও সাধারন সসম্পাদক ডাঃ হাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন কবি আনন্দ কুমার স্বর, কবি পিজিএল ইউনুস আলী, হাদিউজ্জামান, কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, প্রদিপ আচার্য্য, শেখ বিজয়, রিয়াদ, শিফাত প্রমুখ।