খানজাহান আলী টি.বিএম কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত

0
735

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
হিন্দু সম্প্রদায় বিদ্যার দেবী হিসাবে প্রতি বছর সরস্বতী পূজার পালন করে থাকেন। আর এই সরস্বতী পূজার বাণী অর্চনা উপলক্ষে সোমবার প্রথমবারের মতো খানজাহান আলী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ এর সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-ছাত্র সমার্থকদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি সরস্বতী পূজা পালন করেন।

বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের বাংলা প্রভাষক দীপঙ্গার জোদ্দার ও সনাতন ধর্মের শিক্ষার্থীগণ। এ সময় বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পি সঙ্গীতা জোদ্দার, কলেজের প্রভাষক নাছিমা আখতারী, মো. মোতাহের হোসেন খা, মোঃ ইউসুফ সিকদার, মো. মশিয়ার রহমান, কম্পিউটার প্রদর্শক শতদল জোদ্দার, অফিস সহায়ক মোঃ নুরুল ইসলামসহ কলেজের ছাত্র-ছাত্রী এবং অতিথিগণ উপস্থিত ছিলেন। পূজা সম্পাদন করেন, পুরোহিত শ্রী দিলীপ চ্যাটার্জী। বাণী অর্চনা অনুষ্ঠান সুচির মধ্যে ছিলো দেবীর আরাধনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ।