খাতাপত্র জব্দ পাইকগাছার রাড়ুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তদন্ত সম্পন্ন

0
388

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রাণী দাশ শিক্ষার্থীদের মারপিট, ভয়-ভীতি, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, ভুয়া বিল ভাউচার সহ নানা অভিযোগে গতকাল সোমবার তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেছেন। এ অভিযোগ করেন এলাকার একাংশ।
অভিযোগে জানা গেছে, এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রাণী দাশের বিরুদ্ধে উল্লেখিত বর্ণনার আলোকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসার কে,এম, সিরাজুদ্দৌহা পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামকে সহকারী শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করার নির্দেশ দেন। উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামানকে প্রধান করে সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও রফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠণ করেন। তদন্ত কমিটি সোমবার সকাল ১১টায় সরেজমিনে বিদ্যালয়ে যেয়ে তদন্ত করেন। তদন্তের সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোপাল ঘোষ, সাবেক সভাপতি আব্দুল হাকিম গোলদার, ইউপি সদস্য জাহান আলী গাজী সহ এলাকাবাসীভূক্তভোগী শতশত নারী-পুরুষ। তদন্ত কমিটির প্রধান আসাদুজ্জামান জানান, প্রধান শিক্ষক রাধা রাণী দাশের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করেছি। বিদ্যালয়ের আয়-ব্যয়ের খাতায় গরমিল থাকায় খাতাগুলি জব্দ করে অফিসে এনেছি। তবে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনীত ইতোপূর্বে অস্বীকার করেছেন। উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে তদন্ত প্রতিবেদন তৈরী করে জেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হবে।