কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবের বিবৃতি

0
465

খবর বিজ্ঞপ্তিঃ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ ও কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাটের নামে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের রুবিনা আক্তার বুলি বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন। সম্প্রতি খুলনা টাইমস পত্রিকায় তথ্য বহুল , সত্য ও বস্তু নিষ্ট জনস্বার্থে রুবিনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। তারই জের ধরে তিনি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার অফিসার ইনচার্জকে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। এদিকে ২ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে,অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, সাধারন সম্পাদক মোহাঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক গীরেন্দ্রনাথ মন্ডল, কোষাধাক্ষ্য মোঃ রিয়াছাদ আলী, দপ্তর সম্পাদক আঃ রউফ, প্রচার সম্পাদক শেখ কওছার আলম, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, নির্বাহী সদস্য আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শেখ হারুন অর রশিদ, আঃ ছালাম, সদস্য শহিদুল্যাহ শাহিন, মজিবার রহমান, শরিফুল আলম, আবুল বাশার, আনিসুজ্জামান,অরবিন্দ কুমার মন্ডল, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর কবির টুলু, ফেরদৌসি পারভীন, ফাতিমা নাহিন, ইমতিয়াজ উদ্দিন, প্রমুখ|