কয়রায় শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষার্থীদের  মাঝে খাদ্য সামগ্রী বিতরন

0
388
ওবায়দুল কবির (সম্রাট):-কয়রা:-
কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অসহায় প্রতিবন্ধী ও   শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ২৮ জুন রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের  আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের  পরিবারে  কাছে খাদ্য সামগ্রী বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,  প্রধান মন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে অবহেলিত মানুষের মাঝে শিক্ষার আলো পৌছাতে নানা মুখী পদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রী দেশকে নিরক্ষরমুক্ত করে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ  করে যাচ্ছেন। ঘরে ঘরে শিক্ষার আলো পৌছাতে প্রতিবন্ধীদের প্রতি সহানুভুতির হাত বাড়িয়ে তাদেরকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি সকল ধরণের সুযোগ সুবিধা দেবার আহ্বান জানান। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে গিয়ে স্বাভাবিক মানুষের চেয়েও প্রতিবন্ধীরা বেশি নিষ্ঠাবান। তাদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করলে তারা অভিশাপ নয় বরং আশীর্বাদ হয়ে উঠতে পারে বলেও তিনি জানান। তিনি করোনা মোকাবেলায় সরকার ঘোষিত সকল নিয়ম কানুন মেনে চলার জন্য উপস্থিত সকল অভিভাকগণকে পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বাহারুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষিকা, অভিবাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। এ সময় ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী বিরতন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান, সিমাই, দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী।