কয়রায় বেড়িবাঁধ মেরামতে অংশ নেওয়া জনসাধারণের পাশে এমপি আক্তারুজ্জামান বাবু

0
238
ওবায়দুল কবির সম্রাট :কয়রা:
খুলনার কয়রা উপজেলায় সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের সর্বদা পাশে থেকে ভেঙ্গে যাওয়া উত্তর বেদকাশী ইউনিয়নের গাজী পাড়া বেড়িবাঁধ মেরামতে স্থানীয় মানুষের সাথে কাজে সহযোগিতা, পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ
আক্তারুজ্জামান বাবু। গত বুধবার বিকালে স্থানীয় গ্রামবাসীর সাথে বাঁধ মেরামত কাজে অংশগ্রহন
করেন তিনি। এর আগের তিনি ইঞ্জিন চালিত নৌকা যোগে গোবরা ঘাটাখালি, হরিণখোলা, হাজত
খালি ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের অস্থায়ী রিং বাঁধ পরিদর্শন করেন। গাজি পাড়া ভাঙ্গন কবলিত এলাকায়
স্থানীয় এলাকাবাসীর সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরাও বাঁধ মেরামতে এগিয়ে আসে। যতদিন ভাঙ্গন এলাকা প-াবিত থাকবে ও করোনা ভাইরাস
মহামারির সঙ্কট না কাটবে, ততদিন সরকার ও নিজ ব্যক্তি উদ্যোগে জনগণের পাশে থেকে কাজ করে যাবে
এমন প্রত্যয় ব্যক্ত করে গ্রামবাসির সাথে বেঁড়িবাধে সহযোগিতা করার সময় সাংবাদিকদের প্রশ্নের
উত্তরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সঙ্কট যত গভীরই হোক না কেন
জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয়। ঝড়-ঝঞ্ছা-মহামারি আসবে। সেগুলো মোকবিলা
করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন জনগণের
সম্মিলিত প্রচেষ্টা। সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয়।
সরকার জনগণের দুঃখ লাঘবে সব সময় পাশে আছে। তিনি আরও বলেন, ঘূর্নিঝড়ের আঘাতে কয়রা
উপজেলার ২১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। স্থানীয় মানুষের প্রচেষ্টায় বেশিরভাগ স্থানে অস্থায়ি
রিংবাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। মাত্র ২ একটি স্থানে এখনও নদীর পানি উঠানামা চলছে। এর
মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে উত্তর বেদকাশী ইউনিয়নের গাজি পাড়ার বাঁধটির ভাঙ্গন ।
গ্রামবাসি স্বনির্ভরে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। আশা করি দু’এক দিনের
মধ্যে বাঁধটি মেরামত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কয়রা বাসির স্বপ্ন পূরনে অক্টোবরে কয়রা
উপজেলার টেঁকসই বেঁড়িবাধ নির্মাণ কাজ শুর“ হবে ইনশাল্লাহ। অপপ্রচারে সাধারন মানুষের বিভ্রান্ত
না হওয়ার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম
মোহসিন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ
রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুন অর রশিদ, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, হুমায়ুন কবির, জেলা যুবলীগ নেতা হারুন অর রশিদ, শামীম সরকার, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক গণেশ মন্ডল, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মারুফ হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত খান, ছাত্রলীগ নেতা শিমুল দেবনাথ, যুবলীগ
নেতা আছাফুর রহমান প্রমুখ।