কয়রায় বীমা সম্পর্কে সচেতনতা মূলক সভা

0
612

ওবায়দুর কবির (সম্রাট):কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পাননী লিমিটেড কয়রা এজেন্সী অফিস এর উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সকল বীমা গ্রাহক ও সাধারণ জনগণদের মাঝে বীমার নানা দিক নিয়ে বীমা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডেরে কয়রার ইনচার্জ আলিউজ্জামান তায়জুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহারীমা জাহান, জাহাঙ্গির আলম,জাহানের আলম, রোকনুজ্জামান কাজল, ইখতিয়ার উদ্দিন হিরো,গোলাম মোস্তফা, আজমিরা খাতুন,আয়তুল্লাহ শরীফ, শিরিন আক্তার, শারমিন সুলতানা, সাবিরা সুলতানা, নীলা মল্লীক, শিরিন সুলতানা, রাফেজা খাতুন, মাসুদ মোস্তফা প্রমুখ। সচেতনতা মুলক আলোচনা সভায় জীবন বীমা সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করা হয় এবং পাশাপাশি ডেল্টা লাইফের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জীবনের বিভিন্ন ঝুঁকিতে পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিতের জন্য বীমার গুরুত্ব, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে বীমার সুবিধাবলি এবং বিস্তারিত তথ্য অনুষ্ঠানে তুলে ধরা হয়।