কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন/মত বিনিময়

0
311

কয়রা প্রতিনিধি:
”মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শুরু হয়েছে জাতয়ি মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থণীতির অগ্রগতির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ (১৭-২৩ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন/ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের অবগত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলাউদ্দিন। লিখিত বক্তব্যে মৎস্য কর্মকর্তা বলেন, ১৮ ই জুলাই থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ২৪ জুলাই শেষ হবে। তিনি আরও জানান, সপ্তাহব্যাপী গোটা উপজেলায় প্রচারণা, র‌্যালী, উদ্বোধণী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদশৃন, ফরমালিন বিরোধ অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি পারন করা হবে।
এছাড়া উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু উপস্তিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী সহ উপজেলাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।