কয়রায় করোনা সচেতনতায় ছাত্রলীগের লিফলেট বিতরণ। 

0
755
ওবায়দুল কবির(সম্রাট):কয়রা (খুলনা)প্রতিনিধি:
সারাবিশ্ব করোনা ঝুঁকির সাথে সাথে বাংলাদেশেও বাড়ছে এর প্রাদুর্ভাব। ইতিমধ্যেই বাংলাদেশে ২৪ জন করোনা রোগী সনাক্তকরণ সহ দুইজন মারা গেছেন। সেই লক্ষেই করোনা সচেতনতায়  খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর পক্ষে কয়রা  উপজেলায় সচেতনতামূলক লিফলেট  বিতরন করেছে কয়রা  উপজেলা ছাত্রলীগ ।
রবিবার (২২ মার্চ) কয়রা উপজেলার বিভিন্ন স্থানে কয়রা  সাংসদ বাবুর পক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুর নেতৃত্বে  কয়রা উপজেলা ছাত্রলীগ  এই সচেতনতামূলক  সতেচনতা মুলক করোনা (কোভিড -১৯)ভাইরাস প্রতিরোধে করণীয়  লিফলেট বিতরন করেন।
এই সময় তারা জনসাধারণের উদ্দেশ্যে মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য জানান। তাছাড়া করোনা ভাইরাস রোধে সকল ধরণের জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন   উপজেলা ছাত্রলীগ  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, জেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ রানা,জেলা সদস্য মওদুদ আহম্মেদ মিলন, ছাত্রলীগনেতা,রিজভী,  বেলাল আহম্মেদ বিল্লু, আমিনুর রহমান রাজা, মেহেদী হাসান, সেলিম হোসেন, জুবায়ের প্রমুখ।