কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যৌথ সম্মতি

0
474

টাইমস ডস্ক: পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত হবে কোরীয় উপদ্বীপ। আর তখনই উত্তর কোরিয়ার ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে ভ্রমণের আমন্ত্রণ চেয়ারম্যান কিম গ্রহণ করেছেন বলেও জানান ট্রাম্প। খুব শিগগিরই নিরসন হবে দুই কোরিয়ার দ্বন্দ্ব। তবে দক্ষিণ কোরিয়া থেকে এখনই মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে না।

এর আগে উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জানান অতীত ভুলে নতুন সম্পর্কের দিকে যাচ্ছে ওয়াশিংটন- পিয়ংইয়ং সম্পর্ক। উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। হোটেল ক্যাপেলায় সকালে বৈঠকে বসেন দুই নেতা।

শুরুতে কিছু সময় একান্তে বৈঠকের পর অনুষ্ঠিত হয় দুদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন দুই নেতা। এরপর দুই নেতা যৌথ নথিতে সই করেন। স্থানীয় সময় সন্ধ্যায় সিঙ্গাপুর ছাড়বেন ডনাল্ড ট্রাম্প।