কেসিসি নির্বাচনে সকাল থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

0
489

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের দিন ভোর হতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঙ্গলবার (১৫ মে) ভোটের দিন সকালে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভবনা রয়েছে। এতে ভোটারদের দুর্ভোগে পড়তে হতে পারে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় ভোটের দিন সকালের দিকে অস্থায়ী দমকা হাওয়াসহ কালবৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানিয়েছেন, বৈরি আবহাওয়া মোকাবেলায় প্রস্তুত তারা।