কুয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক ছানাউর রহমানের অবসর গ্রহন

0
577

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
কুয়েট ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভার্সিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম ছানাউর রহমান দীর্ঘ পঁচিশ বছরের শিক্ষকতার দায়িত্বপালন শেষে ২৩ নভেম্বর বৃহস্পতিবার শেষ কার্যদিবস শেষে অবসর গ্রহন করেছেন। স্কুলটি প্রতিষ্ঠার শুরুতে মাত্র ১৩জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিদ্যালয়ে এখন প্রায় সাড়ে ৭শত শিক্ষার্থীর পদচারনার মুহুর্তে অশ্রæসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন তিনি। তার একান্ত চেষ্ঠায় ঝরেপড়া অনেক শিক্ষার্থী কুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছে।
কুয়েট ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৩ সালের ১৪ জানুয়ারী যাত্রা শুরু করে। এর আগে একই বছরের ১০ জানুয়ারী তিনি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে যোগদার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের হাল ধরেন। পরবর্তিতে ১৯৯৭ সালের ১ জানুয়ারী থেকে তিনি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৫ বছর শিক্ষাকথা জীবণ শেষে গতকাল বৃহস্পতিবার তিনি অবসর গ্রহন করেন। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বিদ্যালয়ের শুরু থেকে আমি নিজের সন্তানের মতো প্রতিষ্ঠানটি দেগভাল করেছি। অল্প দিনে বিদ্যালয়ের স্বীকৃতি এবং এম.পি.ও সহ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডে প্রায় ৫৬ লক্ষ টাকার মতো ফান্ড রেখে যেতে পেরেছি। আর এ সকল সম্বভ হয়েছে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় এবং পরিচালনা পরিষদের কর্মদক্ষতায় ।