কালীগঞ্জে খোলাবাজারে পেট্রোল বিক্রয় বন্ধ সহ নির্বাচনী সকল পোষ্টার, ব্যানার অপসারনের নির্দ্দেশ

0
459

ঝিনাইদহ  প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা উন্নয়ন কমিটির মাসিক সভা সোমবার (১২ নভেম্বর) সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভাতে অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান।

সভাতে উপস্থিত আইনশৃংলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে করনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভাতে জানানো হয়, ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। এ সময়ে দূর্বত্তরা পেট্রোল বোমা ও আগুনে পোড়ানো সহ সকল নাশকতা প্রতিরোথে উপজেলা ব্যাপী ছোটবড় বাজারে খুচরা পেট্রোল বিক্রয় বন্ধ, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধ করা সহ আগামী সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের দেওয়া বিধি নিষেধ মেনে চলার আহব্বানও জানানো হয়। এজন্য উপজেলাব্যাপী বাসাবাড়ী, প্রতিষ্টান, গাছে ও বিভিন্ন স্থানে সাটানো সকল রাজনৈতিক ব্যাক্তি ও দলের পোষ্টার নিজ নিজ খরচে নামিয়ে নেবার জন্য নির্দ্দেশনা প্রদানের সিদ্ধান্ত হয়।

সভাতে উপস্থিত অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, মালিয়াট ইউপি চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, উপজেলা পরিষদের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছিমা খাতুন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা খানম সহ পরিষদের অন্নান্য দপ্তরের অফিসারগন।