কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ছুরি মেরে জখম

0
319

সাতক্ষীরা প্রতিনিধি: পাওনা টাকা দেওয়ার নাম করে সহপাঠী এসএসসি পরীক্ষার্থীকে এলাপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পরীক্ষার্থীর নাম শিমুল হোসেন (১৭)। সে ঠেকরা গ্রামের রওশান আলী গাজীর ছেলে ও ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিমুল হোসেন জানান, একই গ্রামের বজলু গাজীর ছেলে বাদশা তার সঙ্গে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরদিন সন্ধ্যায় ফেরৎ দেওয়ার শর্তে বৃহষ্পতিবার বাদশা তার কাছ থেকে ২০০ টাকা ধার নেয়। পরদিন সন্ধ্যায় টাকা চাইলে সে নানাভাবে টালবাহানা করায় তাকে একটি চড় মারে। এরই জের ধরে শনি বার সন্ধ্যায় তাকে বাড়ির পাশে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বাদশা, একই গ্রামের এজাহার আলীর ছেলে মোজাম ও গোবিন্দপুর গ্রামের সালেকের ছেলে রুহুল কুদ্দুস তিনজন মিলে তার পাছায় ও হাতে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।স্বজনরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তৈয়বুর রহমান জানান, শিমুলের পশ্চাৎ দেশের দু’দিকেসহ তিনটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় জখম স্কুল ছাত্র রওশান আলী বাদি হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন।