কাতার বিশ্বকাপেও ব্রাজিলের কোচ তিতে

0
452

স্পোর্টস ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন তিতে। ২০২২ কাতার বিশ্বকাপেও ব্রাজিল দলের দায়িত্ব থাকবে তার ওপর। নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তিতের সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন করে চুক্তি করেছে সিবিএফ।

২০১৬ সালের জুনে কার্লোস দুঙ্গার জায়গায় দায়িত্ব পান তিতে। তিতে যখন দায়িত্ব নেন তখন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ছিল ছয় নম্বরে। সেখান থেকে লাতিন আমেরিকা অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে নেইমারদের, মার্সেলোদের যাত্রা থামে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। তবুও কোচ তিতের ওপরই আস্থা রেখেছে সিবিএফ। তার অধীনে ২৬ ম্যাচের মধ্যে ২০টিতে জিতেছে ব্রাজিল। দুটিতে হেরেছে। বাকি চারটি হয়েছে ড্র।

বিশ্বকাপে ব্যর্থতার পর অনেক দেশের কোচকে ছাঁটাই করা হয়েছে। কিন্তু সিবিএফের পাশাপাশি খেলোয়াড়রাও চাইছিল কোচ তিতে যেন দায়িত্ব চালিয়ে যান। সকলের ইচ্ছায় সেলেসাওদের কোচ হিসেবে থেকে যাচ্ছেন তিতে। বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলেও তিতের জন্য অপেক্ষা করছে ২০১৯ সালের কোপা আমেরিকা পরীক্ষা। এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ব্রাজিলেই।