কলারোয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতির বাড়ীতে র‌্যাবের হানা, থানায় জিডি

0
304

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতির বাড়ীর পাশের্^ মাদকদ্রব্য রেখে র‌্যাব সদস্য দিয়ে ধরিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে থানায় দুই জনের বিরুদ্ধে জিডি হয়েছে।
সোমবার সকালে কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম জানান-গত ২০ অক্টোবর রাত ৩টার দিকে র‌্যাব-৬ খুলনার কিছু সদস্য তার বাড়ীতে উপস্থিত হয়। পরে তার বাড়ীর পাশের্^র গোবর গাদা ও টিউবওয়েলের দক্ষিণ পাশের্^ পরিতাক্ত অবস্থায় মাদক দ্রব্য উদ্ধার করে র‌্যাব সদস্যরা। তাৎক্ষনিক ভাবে র‌্যাব সদস্যরা বিষয়টি নিয়ে তদন্ত করে কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম কে বলেন-কে বা কাহারা আপনাকে বিপাদে ফেলার জন্য ষড়যন্ত্র করে এধরণের কাজ করেছে। তখন যুবলীগ সভাপতি শরিফুল র‌্যাব কে জানান-রাজনৈতিক প্রতিহিংসার কারনে একই গ্রামের ময়নুদ্দীন সরদার ও ইয়াছিন আলী এ কাজ করেছে। পরে র‌্যাব সদস্যরা উক্ত মাদক দ্রব্য উদ্ধার করে নিয়ে যায়। পরে এঘটনা উল্লেখ্য করে গত ২৫ অক্টোবর কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম কলারোয়া থানায় একটি (সাধারণ ডায়েরী নং-১১১৪) করেন। এছাড়া যুবলীগের সভাপতি আরো জানান-ওই দুই ব্যক্তি যে কোন সময় তার বাড়ীতে অবৈধ অস্ত্র সন্ত্র বা মাদক দ্রব্য রেখে মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানি করতে পারে বলে তিনি আশংকা করছেন। তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।