করোনা লকডাউনে পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির বিবৃতি

0
378

খবর বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২০ সকল সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ ও লক ডাউন সরকারী ঘোষণা কার্যকর করার আহ্বান ও পোল্ট্রি ডেয়ারী খামারের উৎপাদন সচল রাখা, খাবার মুরগী-মাংসের দোকান খোলা রাখা ও আমিষের সরবরাহের নিশ্চিতকল্পে সীমিতভাবে বিক্রয়ের জন্য মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে খুলনাসহ দেশব্যাপী বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করে বিবৃতি দিয়েছেনÑবাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনা পোল্ট্রি সমিতির মহাসচিব এসএসএম সোহরাব হোসেন।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-কৃষিপণ্য-মুরগীর ডিম-মাংস-দুধ, মাছ-মুরগীর খাবার বিক্রয় ও সরবরাহের নিশ্চিতকল্পে স্বল্প পরিসরে দোকান-প্রতিষ্ঠান খোলা ও অবস্থান জরুরী কার্যবলীর আওতায় পড়ে, সুতরাং আইন প্রয়োগকারীদের বিষয়টি অত্যন্ত সতর্ক ও সহানুভূতির সাথে বিবেচনা করার আহ্বান জানান এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সুস্থ ও স্বাস্থ্য রক্ষায় আমিষের চাহিদা পূরণে ডিম-মাংস-দুধ নিয়মিতভাবে খাবার অনুরোধ জানান।