করোনা প্রতিরোধে আসিফের গান

0
274

খুলনাটাইমস বিনোদন: করোনাভাইরাস প্রতিরোধে নিয়মিত মানুষকে সচেতন করে চলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিয়মিত ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে নানা পরামর্শ দিয়ে চলেছেন তিনি। এবার গানে গানে জনগণকে সচেতন করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আসবে বিজয়’ শিরোনামের গানটি লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়াও গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন হৈমন্তী, রাজীব ও নদী। শিগগিরই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। করোনা নিয়ে গান প্রসঙ্গে মুহিন বলেন, ‘করোনাভাইরাস পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এরই মধ্যে। মানুষকে বাঁচাতে হবে এই ভাইরাস থেকে। আর সচেতনতা ছাড়া কোনো ভাবেই করোনা থেকে বাঁচার উপায় নেই। তাই সেই তাগিদ থেকেই জামাল হোসেন ভাইয়ের উৎসাহে গানটি তৈরির উদ্যোগ নিয়েছি।’ আসিফ আকবর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘সম্পূর্ণ দায় নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে একজন স্বেচ্ছাসেবক হিসেবে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। প্রয়োজনীয় ট্রেনিং নিতেও ইচ্ছুক সর্বান্তকরণে। সরকারি কিংবা বেসরকারি চিকিৎসার যেকোনো পর্যায়ে কোভিড-১৯ এ আক্রান্তদের জন্য কাজ করতে চাই। স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের যাবতীয় খরচ আমি নিজেই বহন করব। আমি সজ্ঞানে শপথ করছি, সিদ্ধান্তে অটল থাকব। যেকোনো প্রকার অবস্থায় আমার পরিবারের যেকোনো অভিযোগ অগ্রাহ্য করার এখতিয়ার মেনে নিলাম। আমি করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বতস্ফুর্তভাবে শরীক হওয়ার সুযোগ চাই।’