করোনা :কয়রায় সাংসদ বাবু’র পক্ষে  আটরা রংধনু যুব সংঘের চতুর্থ ধাপে খাদ্য সামগ্রী বিতরণ

0
493
ওবায়দুল কবির(সম্রাট):কয়রা(খুলনা)প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে উদ্ভূত পরিস্তিতিতে কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্র দিনমজুর মানুষ।খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পক্ষ থেকে এসব পরিবারের মাজে  কয়রার উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা রংধনু যুব সংঘ ও আটরা ব্লাড ব্যাংক খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ।শনিবার  (১১ এপ্রিল) বিকালে  কয়রা মহারাজপুর ইউনিয়নের  আটরা গ্রামে দিনমজুর, হতদারিদ্র, কর্মহীন মানুষের  বাড়ি বাড়ি যেয়ে চতুর্থ ধাপে ৫০ পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী তুলে দেন আটরা রংধনু যুব সংঘ ও আটরা ব্লাড ব্যাংকের সভাপতি এস এম আছাফুর রহমান ও সংগঠনের সদস্যরা। সভাপতি আছাফুর রহমান খাদ্য দ্রব্য বিতরন কালে বলেন,মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এটাই উপযুক্ত সময়। সাংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সর্বদায় জনগণের পাশে আছে।তার নির্দেশে আমাদের খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত আছে। তিনি আরও বলেন,সাংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ভাই এর মত এভাবে দেশের সকল জনপ্রতিনিধি, প্রশাসন,ধনীদের উচিত গরীবদের পাশে দাড়ানো আহবান জানান তিনি।  তিনি সকলকে সরকারী বিধি নিশেধ মেনে, আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলেন।  সাংসদ বাবুর পক্ষ হতে এমন সংকট অবস্থার সময় খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানান গরীব,দিনমজুর জনগন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক রাইহান, সদস্য জাফর,শিমুল, মামুন, আঃ হামিদ, বাবু,নাইম,রাজু, আবু তালেব, শুভ, ওসমান,মুজাহিদ,মুসফিক প্রমুখ।জানা যায়, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু কয়রা উপজেলায় অবস্থান করে নিজ হাতে ও দলীয় নেতা কর্মীর মাধ্যমে ইতিপূর্বে সরকারী ও ব্যক্তিগত  ভাবে করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতায় কয়েক হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,সাবান, ব্লিচিং পাউডার ও খাদ্য সামগ্রী  বিতরণ করেছেন এবং তার ব্যক্তিগত উদ্যোগের তার পক্ষে দলীয় নেতা কর্মী কর্মহীন অসহায় হতদারিদ্র মানুষকে খাদ্য দ্রব্য বিতরণ অব্যাহত রয়েছে।