করোনায় ভারত থেকে ট্রেনলাইনে পণ্য পরিবহন শুরু

0
469

খুলনাটাইমস ডেস্ক:
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ভারত থেকে প্রথম পণ্যবাহী ট্রেন শনিবার বাংলাদেশে এসেছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, প্রথম ট্রেনে পণ্য হিসেবে পেঁয়াজ এসেছে। শনিবার গেদে-দর্শনা ইন্টার এক্সচেঞ্জ পয়েন্টে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের কাছে পণ্যবাহী ট্রেনটি বুঝিয়ে দেয়। সেখানে কাস্টম ছাড়পত্রের ৪২টি ওয়াগন সম্বলিত সেই ট্রেনটি আনলোডিংয়ের জন্য সুবিধাজনক রেল টার্মিনালে নিয়ে যাওয়ার কথা। এ ধরনের আরো কয়েকটি ট্রেন বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে। এ ট্রেনগুলো গেদে-দর্শনা, পেট্রাপোল (ভারত)-বেনাপোল (বাংলাদেশ), সিঙ্গাবাদ (ভারত)-রোহনপুর (বাংলাদেশ) ও রাধিকাপুর (ভারত)-বিরল (বাংলাদেশ) রেল রুটে আসবে।
ভারতীয় হাইকমিশন জানায়, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। বাংলাদেশ-ভারত বাণিজ্যও ব্যহত হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে বিদ্যমান রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে।