কপিলমুনিতে বাল্য বিবাহ ডেঙ্গু ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং ফোরামের কর্মশালা অনুষ্ঠিত।

0
425

শেখ নাদীর শাহ্,কপিলমুনি(খুলনা)::

কপিলমুনি মেহেরুননেছা বালিকা বিদ্যালয়ে ইভটিজিং রোধ, বাল্য বিবাহ,ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কপিলমুনি পুলিশিং কমিউনিটি ফোরামের এক জরুরীসভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল দশটায় পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ইমদাদুল হক শেখ বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা,পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, এসআই মিন্টু মিয়া,জয়ন্ত হোড়,অত্র বিদ্যালয়ের শিক্ষক,সহ ছাত্রী বৃন্দ।

বাল্য বিবাহ এবং ইভটিজিং রোধে ওসি ইমদাদুল হক শেখ ছাত্রীদের বলেন, তোমরা আমার মেয়ের মত তোমাদেকে বিরক্ত করলে শিক্ষকদের জানাবে এবং সাথে সাথে আমাকে ফোন দিবে। আমি চাই না এই ঘৃন্য ব্যধির জন্য তোমরা কেউ অকালে ঝরে পড়ো।সমাজ থেকে কুসংস্কার দূর করতে বাল্য বিবাহ এবং ইভটিজিং রোধে যা যা করনীয় তিনি করবেন বলে সকলকে জানান।