ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবনাক্ততায় বিএনপি’র উদ্বেগ

0
295

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগরীতে ওয়াসার সরবরাহকৃত পানি লবনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের সংকটকাল ও পবিত্র রমজানের শুরুতেই গৃহবন্দী নগরবাসীর যখন পর্যাপ্ত সুপেয় পানির প্রয়োজন তখন ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবন থাকায় দুঃশ্চিন্তাগ্রস্ত খুলনাবাসী। লবনপানি ব্যবহারে মানুষের পেটের পীড়া ও চর্ম রোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে খুলনাবাসী।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।