ওজোপাডিকোর প্রি-পেইড মিটারসহ নানা দুর্নীতি – সংগ্রাম কমিটির জরুরী সভায় বক্তারা

0
365

খবর বিজ্ঞপ্তি:
ওজোপাডিকোর প্রি-পেইড মিটারসহ নানা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা প্রিপেইড মিটারের বিরোধী নয়, প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি রোধে কাজ করতে চাই। আমরা চাই জনগনের দূর্ভোগ কমাতে। প্রি-পেইড মিটারের সফটওয়ারে কোন কারুকার্য করা হয়েছে কিনা তা জনগনের সামনে স্পষ্ঠ করতে হবে। লক ছাড়ানোর জন্য ওজোপাডিকো যে ফি ধার্য্য করেছে তা বাতিল করতে হবে। ‘নো ট্রেস’ বিল নামে ভৌতিক বিল চলবে না। সর্বনিন্ম যে স্লাব ধরা হয়েছে তা পরিবর্তন করতে হবে। ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তনের সময় যে টাকা মিটারে থেকে যাবে তা ফেরত দেবার ব্যবস্থা রাখতে হবে। ওজোপাডিকোকে গ্রাহক বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। আর এই দাবি পূরণ করতে হলে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে ২১ জেলার গ্রাহকদের নিয়ে আন্দোলন করতে হবে। এভাবে বললেন প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি এর জরুরী সভায় বক্তারা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় বিএমএর সেমিনার কক্ষে প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি এর উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন ডাঃ শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করনে সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন ও যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যানও কমিটির যুগ্ম-আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন ও মোড়ল নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সরদার মাহাবুবার রহমান,সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, ন্যাপের জেলা কমিটির সাধারন সম্পাদক তপন কুমার রায়, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আলহাজ্ব মহিউদ্দীন আহমেদ,নাগরিক নেতা সেলিম বুলবুল, সাংবাদিক এ এম রাশীদুল আহসান বাবলু,বনাঞ্চল উন্নয়ন ফোরামের এ্যাডঃ মোঃ শহীদুল ইসলাম, জি এম রাসেল ইসলাম, জেলা স্বেচ্ছাস্বেবকলীগের এস এম আজিজুর রহমান রাসেল, থেডের নির্বাহী পরিচালক পরেশ কুমার সাহা,মোঃ আবু বকর সিদ্দীক, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক মোল্যা তমজীদ হোসেন, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা আগামীকাল শনিবার বেলা ১১টার বিএমএর মিলনায়তনের সংবাদ সম্মেলনে সাংবাদিক বন্ধুদের ও সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকার অনুরোধ জানান।