এবার ল্যাবে হ্যান্ড সেনিটাইজার তৈরি খুবি এ্যাগ্রোটেকনোলজি ও ফার্মেসীর

0
496
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ করে সতর্কতামূলক প্রতিরোধব্যবস্থা হিসেবে হ্যান্ড সেনিটাইজারের ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের গবেষণা ল্যাবে ইতোমধ্যেই বিশ্বমানের হ্যান্ড সেনিটাইজার তৈরি করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ফার্মেসী ডিসিপ্লিনও স্ব-স্ব ল্যাবে হ্যান্ড সেনিটাইজার তৈরি করলো। আজ রবিবার দুপুরে প্রথমে রসায়ন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার নেতৃত্বে এ কাজে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারের স্যাম্পল হস্তান্তর করেন। পরে বিকেল চারটায় এ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের নেতৃত্বে ল্যাবে এ কাজে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং স্বল্প সময়ের মধ্যে এই স্যানিটাইজার তৈরির ব্যাপারে শিক্ষক, শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টার কথা ব্যক্ত করে ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণের উদ্যোগের কথা জানান। একই সময়ে তাঁদের তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারের স্যাম্পল উপাচার্যের কাছে হস্তান্তর করেন। অপরদিকে, বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাশ উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে ডিসিপ্লিনের ল্যাবে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন। ডিসিপ্লিন প্রধান তাঁদের তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারের বিশেষ দিক উল্লেখ করেন। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন, এ্যাগ্রোটেকনোলজি এবং ফার্মেসী ডিসিপ্লিনের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগকে স্বাগত জানান এবং মানবকল্যাণে এ ধরণের আরও প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান। তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের সকলকে সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি আতঙ্কিত না হয়ে নিজ নিজ পরিবার ও প্রতিবেশিদের মধ্যে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদানের আহ্বান জানান। একই সাথে তিনি তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার যাদের ক্রয়ের সামর্থ নেই তাদের মধ্যে বিতরণেরও পরামর্শ দেন। তিনি এই রোগ থেকে মুক্তির জন্য সবার কল্যাণ কামনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।