এডিস মশার উপদ্রব ছাড়াই মুজিববর্ষ পালনে কাজ করে যাচ্ছি : ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

0
242

খুলনাটাইমস ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেছেন, এডিস মশার উপদ্রব ছাড়াই বছরব্যাপী নির্বিঘ্নে মুজিববর্ষ পালনে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ২০২০ সাল বিভিন্নভাবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ বছরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ বছরটিকে মুজিববর্ষ হিসেবে পালন করা হবে। মোমিনুর রহমান মামুন মঙ্গলবার সকালে ডিএনসিসি’র উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) সহযোগিতায় দক্ষিণখানের কে সি হাসপাতাল কনভেনশন সেন্টারে এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে এক সচেতনতামূলক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন। তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রনে আমরা গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। কোথায় এডিস মশা বংশ বিস্তার করে, কোথায় এদের ঘনত্ব বেশি, কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হয় আমরা এখন তা জানি। এসব তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে আমরা বছরের শুরু থেকেই পুরোদমে কাজে নেমে পড়েছি। সভায় এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার। ডিএনসিসির অঞ্চল-৭ ’র আঞ্চলিক কর্মকর্তা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অঞ্চল-১’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, অঞ্চল-৮ ’র নির্বাহী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদ আলী, ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া, ডিএম শামীম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা পারভীন, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।