উদ্বোধনী ম্যাচে জিতবে রাশিয়া : বিড়ালের ভবিষ্যৎবাণী

0
456

স্পোর্টস ডেস্ক:

বিভিন্ন প্রাণী দিয়ে কোন ম্যাচের ভবিষ্যতবানী করা ফুটবলে এখন আর নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপ থেকেই এই ধারা শুরু হয়েছে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এক জার্মান অক্টোপাসকে দিয়ে এ ধারার সূচনা করা হয়। জার্মান সে অক্টোপাসটির নাম ছিল পল। সেবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই সঠিক ভবিষ্যতবানী দিয়েছিলো অক্টোপাস পল।

এবারের রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখেও এমন ভবিষ্যতবানীর আয়োজন করা হয়েছে। তবে এবারের প্রাণীটি একটি বিড়াল। সেন্ট পিটেসবার্গের হারমিটেজ জাদুঘরে বসবাস এ বিরালের। বিড়ালটির নাম ‘অ্যাকিলিস‘। অ্যাকিলিসকে দিয়েই বিশ্বকাপের সবগুলো ম্যাচের ভবিষ্যতবানী করানো হবে।

ভবিষ্যতবানীর জন্য প্রথম বিড়ালটির সামনে রাশিয়া ও সৌদি আরবের পতাকা সংবলিত দুটি পাত্র রাখা হয়। সে পাত্রে ছিলো অ্যাকিলিসের জন্য খাবার। অ্যাকিলিস রাশিয়ার পতাকাযুক্ত পাত্রটি থেকেই খাবার খেয়েছে। অর্থাৎ উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরাই জয় পাবে বলে ধারণা এ বিড়ালটির।