ঈদের আগে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের আহবান আ’লীগ নেতৃবৃন্দের

0
393

খবর বিজ্ঞপ্তি: খালিশপুরে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ও মুজুরী পরিশোধ না করায় উদ্বেগ প্রকাশ এবং চুক্তি মোতাবেক ঈদের আগে সকল পাওনা পরিশোধের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমজানে প্রত্যেক মুসলমানকে রোজা রাখতে হয়। তারমধ্যে মিল শ্রমিকরাও বাদ যায়না। পাটকল চালু রেখে নৈতিক এবং মানবিক কারনে শ্রমিকদের সাথে মিল কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি মোতাবেক ঈদের আগে সকল বকেয়া মুজুরি ও বেতন পরিশোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এবং একই সাথে জনগণ যাতে পবিত্র মাহে রমজানে কোন ধরনের ভোগান্তিতে না পড়ে সেদিকে দৃষ্টি রাখার জন্য শ্রমিকদের প্রতিও আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রিয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।