ইয়ং ল-ইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি টুলু : সম্পাদক পানা

0
810

টাইমস প্রতিবেদক :

খুলনা জেলা আইনজীবী সমিতির হল রুমে নবীন আইনজীবীদের সংগঠন ইয়ং ল-ইয়ার্স এ্যাসোসিয়েশনের ২০১৮-২০২০ সেশনের কমিটি গঠন ও আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এ্যাড মহিতুর রহমান কচি, নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন গ্রহন সহ আইনজীবীদের যে কোন সমস্যায় দল মত ধর্ম বর্ন নির্বিশেষে কাজ করার আহবান জানান। কমিটিতে এ্যাড এ,এ,এম মমিনুজ্জামান টুলুকে সভাপতি ও এ্যাড মোঃ মনিরুল ইসলাম পান্নাকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এছাড়া ফিন্যান্স সেক্রেটারি মাহাবুব হোসেন, সাংগঠনিক সেক্রেটারি এ্যাড জি এম মাহবুর রহমান, ফেলোশিপ সেক্রেটারি এ্যাড শুভ্র তুহিন মন্ডল, পলিটিক্যাল ব্যালেন্স সেক্রেটারি এ্যাড খদকার মোঃ মহাসীন, অনুষ্ঠান বাস্তবায়ন সেক্রেটারি এ্যাড মিল্টন বাকচি, সর্ব ধর্মীয় সম্প্রিতি বিষয়ক সেক্রেটারি এ্যাড আলহাজ্জ কাজী আবুল কালাম, সর্ব ধর্মীয় কল্যান বিষয়ক সেক্রেটারি এড মোস্তাফিজুর রহমান,প্রচার সম্পাদক এড বজলার রহমান রাজা,সাহিত্য ও ঐতিহ্য সংরক্ষন বিষয়ক সম্পাদক এড ফারজানা ফেরদৌসী সুমি, ইতিহাস সংরক্ষন বিষয়ক সম্পাদক এ্যাড মোঃ মিরাজ হোসেন,এ্যাড ইয়াসিন বিন সদর, অধিকার সংরক্ষন বিষয়ক সম্পাদক এ্যাড রোকেয়া খানম,এ্রাড শিরিন সুলতানা,সাংস্কৃতিক সম্পাদক এ্যাড ফারহানা রহমান,নিউ কামার এ্যাসোসিয়েট সেক্রেটারি এ্যাড জুম্মা,অভিযোগ গ্রহন বিষয়ক সম্পাদক এ্যাড সাজ্জাদ হোসেন,এ্যাসোসিয়েট মেম্বার এ্যাড এফ এম সাইপুর রহমান,এ্যাড সরদার ইয়াসির আরাফাত রানা, এ্যাড মোঃ মনিরুল ইসলাম,এ্যাড আবদুল মাজেদ, এ্যাড জনি প্রমুখ।
এই সময় পূর্বের কমিটির নেতৃবৃন্দ সহ উপস্তিত সদস্যবৃন্দ করতালির মাধ্যমে বরন করে নেয়।