ইব্রাহিমোভিচ নিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত

0
209

খুলনাটাইমসস্পোর্টস: চলতি মৌসুম সমাপ্ত হবে কি হবে না, এ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে ক্রমশই। এর সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচের ভাবনা নিজেকে নিয়েও। মৌসুম শেষে কী করবেন, ঠিক করতে পারছেন না এই সুইডিশ ফরোয়ার্ড। গত ডিসেম্বরে এসি মিলানে যোগ দেওয়া ইব্রাহিমোভিচ চলতি মৌসুমে ইতালির ক্লাবটির হয়ে ১০ ম্যাচ খেলে করেছেন চার গোল। করোনাভাইরাসের জন্য আপাতত বন্ধ রয়েছে সেরি আ। মৌসুম শেষে মিলানের সঙ্গে শেষ হবে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ। বার্সেলোনা, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার মৌসুম শেষে অবসর নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ইব্রাহিমোভিচ জানান, তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। “দেখা যাক। আমি এমনকি জানিও না, আমি কী চাই। প্রতিদিন নতুন কিছু ঘটছে। করোনাভাইরাসের কথা কে অনুমান করতে পেরেছিল? আমাদের কেবল বেঁচে থাকার ও জীবন উপভোগ করার চেষ্টা করতে হবে।” “আমার একটি পরিবার আছে, যাদের খেয়াল রাখতে হয়। ওরা ভালো অনুভব করছে তাই আমিও ভালো অনুভব করছি।” করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত ইতালি। এক লাখ ১০ হাজারের বেশি আক্রান্ত, মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। ইব্রাহিমোভিচ মনে করেন, এমন পরিস্থিতিতে সব সময়ে কমিউনিটির স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। “ফুটবলেও এটা ছড়িয়ে পড়তে শুরু করেছে। তারা অনুশীলন ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে। আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই।” “এটা দুর্ভাগ্যজনক যে, ফুটবল লিগ বন্ধ হয়ে গেছে। তবে আমাদের অবশ্যই নিয়মকানুনের প্রতি সম্মান জানাতে হবে এবং ধৈর্য ধরতে হবে। পুরো কমিউনিটির জন্য ভালো এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে।” “স্বাস্থ্য সব খেলার ওপরে। আমি করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন নই। আমার মনে হয়, এর সমাধান হবে। কী করতে হবে, বিশেষজ্ঞরা জানানোর আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”