ইতিহাস গড়ার অপেক্ষায় ইংল্যান্ড

0
458

স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ গড়তে চলেছে ইতিহাস। ১ আগস্ট এজবাস্টনে শুরু হতে যাওয়া এই ম্যাচ হবে যে ইংল্যান্ডের ১০০০তম টেস্ট।

এর আগে ক্রিকেট ইতিহাসে কোনো দল হাজার টেস্ট খেলেনি। ইংল্যান্ডই হতে চলেছে প্রথম দল। এখন পর্যন্ত ৯৯৯ টেস্ট খেলেছে ইংলিশরা।

দ্বিতীয় সর্বাধিক ৮১২ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা খেলেছে ৫২২ টেস্ট। চার নম্বরে রয়েছে ভারত, খেলেছে ৫২২ টেস্ট।

১৮৭৭ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল। মেলবোর্ন ক্রিকেট মাঠে ঐতিহাসিক প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জেমস লিলিহোয়াইট (জুনিয়র)। ১০০০তম টেস্টে টস করতে নামবেন জো রুট।

এখন পর্যন্ত খেলা ৯৯৯ টেস্টের মধ্যে ৩৫৭টিতে জিতেছে ইংল্যান্ড। হেরেছে ২৯৭টিতে। ড্র হয়েছে ৩৪৫ টেস্ট। ইংল্যান্ডের জয়ের শতকরা হার ৩৫.৭৩।