ইউএস-বাংলার উড়োজাহাজে পাখির আঘাত

0
275

খুলনাটাইমস: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাশ৮কিউ-৮০০ উড়োজাহাজ পাখির আঘাতের (বার্ড হিট) শিকার হয়েছে। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, অবতরণের সময় একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে আঘাত করে। তবে কোনও সমস্যা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। প্রসঙ্গত, প্রায় সময় দেশের বিমানবন্দরগুলোতে বার্ড হিটে আক্রান্ত হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ। ১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের খোলা জায়গায় বছরজুড়ে পাখির বিচরণ থাকলেও শীত মৌসুমে তা কয়েকগুণ বেড়ে যায়। শীতকালে বিমানবন্দরের চারপাশের জলাশয়ে নতুন করে ঝাঁকে-ঝাঁকে অতিথি পাখি আসে। এতে বাড়ছে বার্ড হিটের (পাখির আঘাত) ঝুঁকি। উড্ডয়ন ও অবতরণের সময় কম উচ্চতায় নেমে আসার কারণে উড়োজাহাজে বার্ড স্ট্রাইক (পাখির সঙ্গে ধাক্কা) ঘটতে পারে। এ কারণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে। তবে বিমানবন্দরগুলোতে পাখি সরাতে কার্যকর পদক্ষেপ নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে বার্ড শুটার থাকলেও প্রয়োজনের তুলনায় জনবল কম। অন্যদিকে শাহ আমানত বিমানবন্দরে পাখি তাড়াতে নেই কোনও বার্ড শুটার।