আশাশুনির শ্রীউলায় হাজরাখালী ভেড়ীবাঁধ পরিদর্শন করলেন- ইউএনও

0
380

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী পাউবো’র ভয়াবহ ভেড়ীবাঁধ পরিদর্শন করেছেন উপজোলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বুধবার দুপুর ১২ টায় পিআইও সোহাগ খানকে সাথে নিয়ে তিনি বাঁধটি পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বালুর বস্তা ফেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাঁধটির মেরামতের কাজ শুরু করেছে। ঝু্ঁকিপুর্ণ এলাকা হতে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এসময়, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, আরডিও বিশ্বজিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় অামপানের কারনে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি পাউবো’র ভেড়ীবাঁধের  ভয়াবহ ভাঙ্গন শুরু হয়। দু’শতাধিক হাতের মত বাঁধটি সংস্কার করা না গেলে যেকোনো সময় বাঁধটি বিধ্বস্থ হয়ে খোলপেটুয়া নদীর পানিতে হাজরাখালী, মাড়িয়ালা, কলিমাখালী, বকচর, নাকতাড়া, লাঙ্গলদাড়িয়া, কলিমাখালিসহ বহু গ্রামের ঘরবাড়ি ও মৎস্য ঘেরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার দুশ্চিতায় ছিলো এলাকাবাসী।